বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা প্রতিরোধে সহায়তার ঘোষণা তালেবানদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ৭:৩৩ পিএম

করোনাভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে বিশ্বব্যাপী কাজ করছে এমন সংস্থাগুলো এবং তাদের এক্টিভিস্টদের সহায়তা করে ভাইরাসটি প্রতিরোধের ঘোষণা দিয়েছে আফগান তালেবানরা। আল জাজিরা, ডন (উর্দু), ডেইলি পাকিস্তান

তালেবান তার সংগঠনটির স্বাস্থ্য বিভাগের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলেছে, সংগঠনটির আয়ত্বে থাকা সব এলাকায় ওষুধ, মেডিকেল সহায়তা এবং জরুরি নিত্যপণ্য সরবরাহ করতে বলা হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, ব্যবসায়ীদের উচিত ইসলামিক ও মানবিক দায়িত্ববোধ থেকে এই সঙ্কটের সময়ে মানুষের পাশে দাঁড়ানো। ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া এই ভাইরাস মানুষের নাফরমানি এবং পাপের সাজা বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। উল্লেখ্য, আফগানিস্তানে এখনও পর্যন্ত করোনারভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২-এ। আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Saimun Shihab ২৩ মার্চ, ২০২০, ৩:০৩ পিএম says : 0
সংগঠনটির সঠিক নাম 'তালেবান' নয়। 'তালিবান' হবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন