মুম্বই ও মহারাষ্ট্রের আরও কয়েকটি শহরের সমস্ত অফিস বন্ধ রাখা হবে ৩১ মার্চ পর্যন্ত। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সতর্কতাম‚লক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ করা হচ্ছে। শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে একথা জানিয়েছেন। বন্ধ থাকবে সমস্ত দোকানও। তবে অত্যাবশ্যক দ্রব্যের দোকানগুলি খোলা থাকবে। মহারাষ্ট্রের আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫২। এই পরিস্থিতিতে মুম্বই, পুণে, পিম্পরি চিনচাওয়াদ ও নাগপুরের সমস্থ অফিস বন্ধ রাখার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উদ্ধব ঠাকরে আরও বলেন, কর্মীদের বেতন যেন না কেটে নেওয়া হয়। তিনি জানান, সমস্যা আসবে চলে যাবে। কিন্তু নিজেদের মানবিকতাকে সরিয়ে রাখবেন না। তিনি আরও বলেন, যদি রাজ্যের বাসিন্দারা লোকাল ট্রেন ও বাসে ভিড় করা বন্ধ না করেন সেক্ষেত্রে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে শেষ পদক্ষেপ। মুখ্যমন্ত্রী আরও জানান, সরকারি দফতরগুলি ২৫ শতাংশ উপস্থিতিতে চালু থাকবে। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন