বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভুটানে বিপন্ন অর্কিডের নতুন প্রজাতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ১২:০২ এএম

অর্কিডের নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে ভুটানে। ২০১৯ সালের সেপ্টেম্বরে বনবিভাগের একদল গবেষক ত্রোংসা জেলায় এই প্রজাতিগুলোর সন্ধান পান। কিছু প্রজাতি লুয়েনসে এলাকাতেও ছড়িয়ে আছে। গাছে জন্ম নেয়া এসব অর্কিডের ফুল হলুদ এবং ফুলের পাপড়িতে লালচে ম্যারুন দাগ রয়েছে। গত বছর প্রজাতিগুলো সংগ্রহ করা হলেও এগুলো যে বিশ্বে নতুন প্রজাতি তা এ বছর নিশ্চিত হওয়া গেছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) রেডলিস্ট অনুযায়ী এসব প্রাজাতি ভুটানে ‘বিপন্ন’ হিসেবে তালিকাভুক্ত। বুলবুফাইলাম নামের গণ-এর ৩৬টি প্রজাতি রয়েছে ভুটানে। তবে তাতে নতুন আবিষ্কৃত প্রজাতিগুলো ছিলো না। ভুটানে প্রায় ৫০০ প্রজাতির অর্কিড পাওয়া যায়। দেশের অনেক এলাকায় এখনো পুরোপুরি অনুসন্ধান চালানো যায়নি। ফলে অনেক প্রজাতি এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। কুয়েনসেল, এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন