বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মুখ না ঢেকে হাঁচি দেয়ায় পিটুনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ১২:০২ এএম

ভারতের মহারাষ্ট্রের খোলাপুর শহরে বৃহস্পতিবার প্রকাশ্যে হাঁচি দেয়ায় এক মোটরবাইক আরোহীকে বেধরক মারধর করা হয়েছে। করোনাভাইরাস মানুষের মধ্যে কতটা আতঙ্ক তৈরি করতে সক্ষম হয়েছে, এ ঘটনাই তা বলে দিচ্ছে। এ ঘটনার সিসিটিভির ভিডিও ফুটেজ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শহরের গুজারি এলাকায় ঘটনাটি ঘটলেও পুলিশের কাছে কোনো অভিযোগ দাখিল করা হয়নি। ভিডিওতে দেখা গেছে, এক বাইক-যাত্রী থেমে অন্য বাইকের এক আরোহীকে জিজ্ঞাসা করছেন, মুখ না ঢেকে তিনি কেন হাঁচি দিলেন? এতে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে। পরবর্তীতে এই ঘটনা ঝগড়ায় রূপ নেয়। এরপর যে লোক প্রকাশ্যে নাক-মুখ না ঢেকেই হাঁচি দিয়েছেন, তাকে বেধরক মারধর করা হয়েছে। এতে সেখানে যানজট লেগে যায়। লোকজন থেমে ঘটনা দেখেছেন। মহারাষ্ট্রে এখন পর্যন্ত ৪৯ করোনাভাইরাস রোগী রয়েছেন। মারা গেছেন একজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সেখানে-সেখানে থুতু নিক্ষেপ, হাঁচি, কাশি ও শারীরিক সংস্পর্শের মাধ্যমে মানুষের মাঝে এই রোগ ছড়ায়। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন