করোনা আতঙ্কে কাঁপছে সমগ্র বিশ্ব। বাদ পড়েনি ভারত, পাকিস্তানও। ইতিমধ্যে পাকিস্তানে আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে কমপক্ষে ২ জনের। করোনা আতঙ্কে ভারত-পাকিস্তানের ওয়াঘা সীমান্ত বন্ধ করল পাকিস্তান। আগামী ২ সপ্তাহের জন্য বন্ধ করা হল ভারত-পাকিস্তানের এই বর্ডার। একটি বিজ্ঞপ্তি জারি করে পাক প্রশাসনের তরফে জানানো হয়েছে, করোনা আতঙ্কের জেরেই বন্ধ করা হয়েছে পাকিস্তানের বর্ডার। শুধু ওয়াঘা না। পাকিস্তানের পশ্চিমে ইরান এবং আফগানিস্তানের সঙ্গেও নিজেদের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইমরান খানের দেশ। করোনা প্রকোপের প্রথম দিকেই আফগানিস্তান ও ইরানের সঙ্গের বর্ডার বন্ধ করেছিল পাকিস্তান। এবার করোনা রুখতে ওয়াঘা সীমান্তও বন্ধ করল পাকিস্তান। পাকিস্তানে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে করোনা আতঙ্ক। ডবিøউআইওএন, এসএএম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন