শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নির্বাচনী ব্যবস্থাকে আবারো প্রশ্নবিদ্ধ করেছে

খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ১২:০০ এএম

করোনাভাইরাসের মধ্যে ভোটারবিহীন একতরফা উপ নির্বাচনের তীব্র প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সারাদেশের মানুষ যখন করোনাভাইরাস মহামারীতে আতঙ্কগ্রস্থ। সরকার নিজেই জনসমাগমকে নিরুৎসাহিত করছে। এ সময় ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপ-নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ করেছে ইসি।
বিরোধী দলের প্রার্থীদের এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র দখলের পুনরাবৃত্তি ঘটিছে সরকারী দলের প্রার্থীদের ক্যাডাররা। পাঁচ থেকে সাত ভাগ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন কোনভাবেই গ্রহনযোগ্য হতে পারে না। সরকার ও নির্বাচন কমিশনের উচিত ছিলো আজকের উপ-নির্বাচন স্থগিত করা। কিন্তু তা না করে মহামারীর মধ্যে তিনটি সংসদীয় আসনে এভাবে একতরফা উপ নির্বাচন নির্বাচনী ব্যবস্থাকে আবারো প্রশ্নবিদ্ধ করেছে।
বিবৃতিতে নেতৃদ্বয় করোনভাইরাসের মহামারীর মধ্যে ভোটাধিকার হরণের এ প্রশ্নবিদ্ধ উপনির্বাচনের ফলাফল বাতিলের জোর দাবি জাননা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন