বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাভারে প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ৮:৫২ পিএম

ঢাকার সাভারে হোম কোয়ারেন্টাইন না মানায় দুবাই ফেরত এক প্রবাসীকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার বিকেলে বনগাঁও ইউনিয়নের সাধাপুর মাঝিপাড়া গ্রামের বাসিন্দা মামুন কায়সার (৪০) নামের ওই প্রবাসীকে জরিমানা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পারভেজুর রহমান।
তিনি জানান, গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা ওই প্রবাসী হোম কোরারেন্টাইন না মেনেই যত্রতত্র ঘোরাঘুরি করতে থাকেন।
এলাকাবাসী তাকে বুঝিয়ে হোম কোরারেন্টান মেনে চলার অনুরোধ জানায়। তা না মেনে সে শ^শুড়বাড়িসহ বিভিন্ন আতœীয় স্বজনের বাসা বাড়িতে যাওয়া আসা করতে থাকেন।
রোববার দুপুরে এলাকাবাসী বিষয়টি অবহিত করেন। পরে তাকে ২০হাজার টাকা জরিমানা করে সর্তক করে দেয়া হয়েছে।
সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, নতুন করে সাভারে আরও ১০ জনকে হোম কোয়ারাইন্টানে পাঠানো হয়েছে।
প্রবাসীরা ঠিকমতো হোম কোরারাইন্টাইন মেনে চলছেন কি’না তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন