শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

‘কোয়ারেন্টিন না মানলে পাসপোর্ট জব্দ’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২০, ১২:০০ এএম

প্রবাস থেকে দেশে আসা সব প্রবাসীদের তালিকা তৈরি করা হয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ১৪ দিন হোম কোয়ারেন্টিনে না থাকলে তাদের পাসপোর্ট জব্দ করা হবে। গতকাল রোববার নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বলেন, বিদেশ ফেরতদের অবশ্যই সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতেই হবে। সকল উপজেলায় বিদেশ ফেরতদের তালিকা তৈরি করা হয়েছে। স্থানীয় প্রশাসন ইউনিয়ন চেয়ারম্যানদের সহোযোগিতায় তা নিশ্চিত করছেন। কোনো তথ্য থাকলে তাদের জানাবেন দয়া করে। তিনি বলেন, যারা এই নির্দেশনা মানতে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে সংক্রমণ রোগ প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন থেকে তাদের পাসপোর্টও জব্দ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Muzahid Alam Real ২৩ মার্চ, ২০২০, ১১:২৫ এএম says : 0
Shorkarer ekhonee strict howa joruri probashider control e anar jonno.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন