বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নিপুণ নিজ উদ্যোগে প্রসাধনী ও লাইফস্টাইলকেন্দ্রিক ব্যবসাপ্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ বন্ধ ঘোষণা করেন। পাশাপাশি কর্মীদের অগ্রিম বেতন দিয়েছেন এই অভিনেত্রী।
নিপুণ বলেন, বিশ্বজুড়ে এক আতঙ্কের মধ্যে আমরা সময় পার করছি। এই সময়টুকু ঘরের ভেতরে থাকা খুব জরুরি। অনেকে জানেন, আমার একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। যেখানে প্রায় ২৫ জন কর্মী কাজ করেন। প্রতিদিন প্রচুর মানুষ সেবা নিতে আসেন। একটা জায়গায় এত মানুষ আসা ও সমাগম বিপদজনক। তাই স্পা সেন্টারটি বন্ধ ঘোষণা করেছি। পাশাপাশি কর্মীদের কিছু বেতনও দিয়েছি। এমনকি আশেপাশে কিছু দরিদ্র মানুষদেরও সহযোগিতা করেছি।'
সম্প্রতি দেশে ফিরেছেন নিপুণের মা, ভাই ও মেয়ে। তারা এখন নিজেদের হোম কোয়ারেন্টিনে রেখেছেন। কেউ যদি বাইরে থেকে দেশে আসেন তবে একই কাজ করার আহ্বান জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন