শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আহমদ আলী

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২০, ৫:৪২ পিএম

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আহমদ আলী। রোববার (২৩ মার্চ) এক কর্মচারী নির্দেশে তাঁকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি প্রদান করে প্রধান কার্যালয়ে বহাল করা হয়েছে। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার এক স¤্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। আহমদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতে এমএসএসের পাশাপাশি এলএলবি ডিগ্রীও অর্জন করেন। ১৯৮৯ ব্যাচে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেওয়া আহমদ আলী জনতা ব্যাংক লিমিটেড, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের বোর্ড অব ইনভেস্টমেন্টের ওয়ান স্টপ সার্ভিসে (ডেপুটেশনে) কাজ করেন। ব্যাংকিং পেশায় পাশাপাশি তিনি একজন সাহিত্যপ্রেমী, কবি, প্রবন্ধক, সংগঠক এবং লেখক। ইতিমধ্যে তাঁর দুটি বই

‘ মানি মাল্টিপ্লিয়ার স্লট – এ গাইড টু স্টক মার্কেট’ এবং ‘উন্নয়নের মহাসড়কে এখন বাংলাদেশ’ একুশে ফেব্রুয়ারী বই মেলায় বেশ সাড়া জাগায়। মোহাম্মদ আহমদ আলী ঢাকাস্থ বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতির প্রাক্তন চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংক ক্লাব ঢাকা ও সিলেটের প্রাক্তন প্রেসিডেন্ট, এমবিএম এ্যালমনাই সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ,বাংলাদেশ ব্যাংকে কর্মরত সিলেটীদের সংগঠন জালালাবাদ কল্যান সমিতির সভাপতি এবং সিলেট বিভাগীয় চাকুরিজীবী পরিষদের কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন