শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেরপুরে বিনামুল্যের বিতরণ যোগ্য প্রায় ছয় লক্ষ টাকার ওষুধ উদ্ধার

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২০, ৬:২২ পিএম

করোনা ইস্যুতে পরিস্কার পরিছন্নতা অভিযান করতে গিয়ে শেরপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের স্টোর রুম থেকে আনুমানিক ৬ লক্ষ টাকার বিনা মূল্যের বিতরণযোগ্য ওষুধ উদ্ধার করেছে ওই অফিসে কর্মরত মেডিক্যাল অফিসার ডা.শারমিন রহমান ওমি সহ অন্যান্য স্টাফরা। আজ ২৩ মার্চ দুপুরে উদ্ধারের ঘটনা ঘটে। কর্মরত ওই ডাক্তার ও স্টাফদের দাবী ওই কেন্দ্রের ব্যবস্থাপক ড.মুস্তাফিজুর রহমান কয়েক বছর ধরে ওটি না করে, সাধারণ রোগীদের ওষুধ না দিয়ে ওই ওষধগুলো সংরক্ষণ করেছেন।

অন্যদিকে অভিযুক্ত ওই কেন্দ্র ব্যবস্থাপক জানান, ওই ওষুধগুলো মা ও শিশু কল্যানের ওষুধ না। ওই ওষুধগুলো পরিবার পরিকল্পনা সদর অফিসের। দীর্ঘদিন জনবল সংকটের কারণে সিজার না হওয়ায় এবং এই জাতীয় রোগী না পাওয়ায় ওষুধগুলো জমে গেছে। আমরা শ্রীঘ্রই এই ওষুধগুলো কমিটির মাধ্যমে নষ্ট করার ব্যবস্থা গ্রহন করবো।
তবে পরিবার পরিকল্পনার উপ পরিচালক পিযুস চন্দ্র সূত্রধর বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।
বিষয়টি নিয়ে জনমনেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেননা মানুষ ঔষুধ পায়না। এত সুন্দর সিজারের ব্যবস্থা থাকলেও রহস্যজনক কারণে গরিব অসহায়দের সিজারও করা হয়না এ মা ও শিশু স্বাস্থ কেন্দ্রে। অথচ সরকারের এত টাকার ঔষুধ নষ্ট হলো ব্যবহার না করায়। এমনটাই অভিযোগ শহরের অনেকেরই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন