বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে ৫ মিলিয়ন ডলার দান করলেন রিয়ানা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ১২:৩৮ এএম


গায়িকা রিয়ানার দাতব্য সংস্থা দ্য ক্ল্যারা লায়োনেল ফাউন্ডেশন করোনাভাইরাস বা কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়ার জন্য ৫ মিলিয়ন ডলার (৪২ কোটি টাকা) দানের ঘোষণা দিয়েছে।রিয়ানার প্রতিষ্ঠানটি এই তহবিল দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ সলিডারিটি রেসপন্স ফান্ড, ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি, ডাইরেক্ট রিলিফ, ফিডিং অ্যামেরিকা এবং পার্টনার্স ইন হেলথ প্রতিষ্ঠানগুলোকে। এই তহবিল করোনাভাইরাসের টীকা এবং অন্যান্য চিকিৎসা, গবেষণা, স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপত্তামূলক অনুষঙ্গ, আইসিইউ ব্যবস্থাপনা, চিকিৎসাকর্মীদের প্রশিক্ষণ এবং বিভিন্ন দেশে সংক্রমণ রোধ ও চিকিৎসায় ব্যবহৃত হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় খাদ্য ব্যাংক গুলোতেও অর্থ ব্যয় করা হবে। হাইতি ও মালাউইতে অধিবাসীদের জন্যও এই তহবিলের অংশ ব্যয় করা হবে। তার প্রতিষ্ঠান থেকে বলা হয়েছেন : “আপনি যেই হোন বা যেখানেই থাকুন, এই মহামারী দ্বারা আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। যারা সবচেয়ে দুর্গত অবস্থায় আছে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আরও খারাপ পরিস্থিতি সৃষ্টি হবার পথে। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আর সবচেয়ে দুঃস্থ এলাকাগুলোর দিকে প্রথমেই বেশি মনোযোগ দিতে হবে। এখনই কাজ শুরু করতে হবে।” দাদী ক্ল্যারা এবং দাদা লায়োনেল ব্রেইথওয়েটের স্মরণে রিয়ানা ২০১২তে দাতব্য কার্যক্রম শুরু করেন। আরও যেসব তারকা এই মহামারীর বিরুদ্ধে দান করেছেন তার মধ্যে আছেন –রায়ান রেনল্ডস-ব্লেক লাইভলি দম্পতি, গায়িকা সিয়ারা ও স্বামী,খেলোয়াড় রাসেল উইলসন, ডিজাইনার দোনাতেল্লা ভেরসাচে এবং তার কন্যা আলেগ্রা ভেরসাচে বেক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন