শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শিক্ষক-শিক্ষার্থীর তৈরি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ১২:৩৮ এএম

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের শিক্ষার্থীরা নিজেরাই ছয় শত হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে সে সব সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করেছেন। কলেজের রসায়ন বিভাগের আয়োজনে এবং শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সহযোগিতায় ওই হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বিতরণ করা হয়। গতকাল সকাল ১১টায় শহরের বিমানবন্দর সড়কের সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের প্রধান ফটকের সামনে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল গোলাম আহমেদ ফারুক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার উপস্থিত ছিলেন। পরে শহরের পাঁচমাথা মোড়ের ট্রাফিক পুলিশবক্সের সামনে শিক্ষার্থীরা সাধারণ মানুষের মধ্যে ছয় শত হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের সহকারি অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, রসায়ন বিষয়ের প্রভাষক জাকিরুল ইসলাম, প্রভাষক আরমান হাবিব প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন