বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৮ মাস পর মুক্তি পেলেন ওমর আবদুল্লাহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ১:৪৮ পিএম

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর থেকে দীর্ঘ আট মাস বন্দি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। অবশেষে মুক্তি পেলেন তিনি। কয়েক দিন আগেই তাঁর বাবা, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা মুক্তি পান। এদিন মুক্তি পেলেন ওমর, কিন্তু এখনও ডিটেনশনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
পাবলিক সেফটি এ্যাক্ট (পিএসএ) অনুযায়ী তাঁর বিরুদ্ধে যে অভিযোগ ছিল, সকালে তা প্রত্যাহার করা হয়। প্রাথমিকভাবে প্রিভেনটিভ কাস্টডিতে নেওয়া হলেও পরে পিএসএ আরোপ করা হয় তাঁর ওপর।
গত সপ্তাহেই সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বলেছিল যে ওমরকে মুক্তি দিন নয়তো তাঁর বোনের আপিল শুনে যথাযথ নির্দেশ দেবেন তাঁরা। তারপরেই ২৩২ দিন পর মুক্ত হলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী ওমর আবদুল্লা। গত ৫ অগস্ট ২০১৯-এ ৩৭০ ধারা বাতিল ভারত সরকার। সেই সঙ্গে পৃথক রাজ্যের মর্যাদা হারায় জম্মু-কাশ্মীর। গণ্ডগোলের আশঙ্কায় ওমর সহ হাজার হাজার রাজনীতিবিদ ও কর্মীদের গ্রেফতার করা হয়।
ফারুক-ওমর মুক্তি পেলেও গৃহবন্দি রয়েছেন আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। সম্প্রতি সেন্ট্রাল শ্রীনগরে সরানো হয় মুফতিকে। তাঁর মুক্তি নিয়ে এখনও কোনও খবর পাওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন