বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ রিজভীর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ৮:২৩ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্তের খবর পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক খালেদা জিয়ার সাজা ৬ মাস স্থগিত করে মুক্তির কথা জানান। এই সংবাদ ছড়িয়ে পড়ার পর বিএনপি নেতাকর্মীরা বিএসএমএমইউ হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন। এসময় রিজভী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনার নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর দিন। নিজের জীবন বাঁচানোর দিক দেখতে হবে। এখানে অহেতুক ভিড় করবেন না। নেতাকর্মীদের প্রতি অনুরোধ, আপনারা আইসোলেশনে থাকুন, ভিড় করবেন না। খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের সিদ্ধান্তের পর বিএসএমএমইউ প্রাঙ্গণে প্রথমে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। এরপর সেখানে উপস্থিত হন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আখতারুজ্জামান, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ। পাশাপাশি বিপুল সংখ্যক নেতাকর্মীও ভিড় জমাতে শুরু করেন।

খালেদা জিয়ার মুক্তির পর নেতাকর্মীদের ভিড় সামলানোর বিষয়ে রিজভী বলেন, পৃথিবীব্যাপী করোনাভাইরাস যে মহামারী আকারে বিস্তার লাভ করেছে, সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আমাদের চিকিৎসকরা যে সকল বিধি-বিধানের কথা বলছেন, সেসব বিধি-বিধান মেনেই উনাকে রাখা হবে। কারণ তিনি এমনিতেই অসুস্থ। সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে রিজভী বলেন, গণমাধ্যমে তার মুক্তির যতটুকু সংবাদ পেয়েছি, সেখানে আমরা অনেকটা আশ্বস্ত হয়েছি। শ্বাসরুদ্ধকর যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে উত্তরণের একটা ধাপ তৈরি হয়েছে। মুক্তির পর খালেদা জিয়া তার গুলশানের বাসা ‘ফিরোজা’য় উঠতে পারেন বলে বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে। সেখানে দলের নেতা-কর্মীদের যাতায়াত আগেও খুবই সীমিত ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন