বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘উই আর দ্য ওয়ার্ল্ড’ ফিরিয়ে আনতে চান লায়নেল রিচি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ১২:১০ এএম

গায়ক লায়নেল রিচি জুনিয়র মনে করেন করোনাভাইরাস আক্রান্তদের জন্য ইউএসএ ফর আফ্রিকার সঙ্গে তার গাওয়া ‘উই আর দ্য ওয়ার্ল্ড’ ফিরিয়ে আনা দরকার। ১৯৮৫ সালে লায়নেল রিচি মাইকেল জ্যাকসন, সিন্ডি লপার, ডায়ানা রসসহ ৪০জন প্রথম সারির রেকর্ডিং আর্টিস্টকে নিয়ে ‘উই আর দ্য ওয়ার্ল্ড’ গানটি গেয়েছিলেন। সেসময় আফ্রিকার দুর্ভিক্ষকে নিয়ে তারা এক হয়েছিলেন। গানটির ‘দেয়ার’স আ চয়েস উই’য়ার মেকিং, উই’য়ার সেভিং আওয়ার ওউন লাইভস’ অংশটি গানটিকে বিশেষ মাত্রা দিয়েছিল। রিচি জ্যাকসনের সঙ্গে গানটি লিখেছিলেন। “আমি আর মাইকেল বসে কা বলছিলাম তখনই এই লাইনটি আমাদের মাথায় আসে। আমরা বলেছিলাম হয় আমরা বলতে পারি ‘আই’ম সেইভিং মাই লাইফ’ বা বলতে পারি- ‘উই’য়ার সেইভিং আওয়ার লাইভস’।“ আমরা ‘উই আর দ্য ওয়ার্ল্ড’-এর মত একটি বানী সৃষ্টি করতে চেয়েছিলাম। ১০ বছর আগে হাইতির ভূমিকম্পের পর আরেকবার গানটি উপস্থাপন করা হয়। “দুই সপ্তাহ আগে বলেছিলাম আমরা গানটি নিয়ে বাড়াবাড়ি করতে পারিনা কারণ সময়টা বর্ষপূর্তি করার নয়। কিন্তু এর বানী একেবারে স্পষ্ট,” রিচি বলেন। রিচি জানান করোনাভাইরাস সংক্রমণ শুরুতে তিনি অন্য একটি গান লিখতে চেয়েছিলেন। কিন্তু কিছু লিখতে গেলে সেই শব্দগুলোই ফিরে আসে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন