শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রামগড়ে করোনা সচেতনতায় পুলিশের অভিযান

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ১২:১০ এএম

আতঙ্ক, গুজব, ভয় নয়, সচেতনতাই প্রতিরোধের সর্বোত্তম উপায়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামগড় থানা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে থানার প্রবেশদ্বারে বসানো হয়েছে বেসিন। সেখানে রাখা আছে হ্যান্ডওয়াশ। আর বেসিনের পাশেই ঝুলানো রয়েছে একটি ব্যানার। যেখানে নির্দেশনা দেয়া হয়েছে, আতংক, গুজব, ভয় নয়, সচেতনতাই প্রতিরোধের সবোর্ত্তম উপায়।
ইতোমধ্যে সচেতনতার লক্ষে থানায় প্রবেশের মুখে পুলিশ সদস্যসহ সেবাপ্রার্থীদের বেসিনে হাত ধুয়ে থানায় প্রবেশ বাধ্যতামূলক করেছে রামগড় থানা পুলিশ। সতর্কতামূলক এমন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সেবাপ্রার্থী ও পুলিশ সদস্যরা হ্যান্ডওয়াশ দিয়ে বেসিনে হাত ধুয়ে থানায় প্রবেশ করবেন। সকলকে এমনটাই অনুরোধ করেছেন থানার ওসি।
রামগড় থানা ওসি সামসুজ্জামান জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানুষকে হাত ধোঁয়াতে উৎসাহিত করা হয়েছে। এর মাধ্যমে নিজে যেমন সুস্থ থাকা যায়, তেমনি অন্যকেও সুস্থ রাখা যায়। পাশাপাশি জনসচেতনতার লক্ষে গত সোমবার থেকে রামগড়ের বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ অব্যাহত আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন