শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দাঙ্গা দমনের কামান জীবাণু নাশের কাজে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ১:২৩ পিএম

চট্টগ্রাম নগরীতে জীবাণুনাশক পানি ছিটানো অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। আর এ কাজে ব্যবহার করা হচ্ছে পুলিশের দাঙ্গা দমনের কাজে ব্যবহৃত জলকামানগুলো। বুধবার দ্বিতীয় দিনের মতো নগরীর বিভিন্ন সড়কে পানি ছিটিয়ে জীবাণু মুক্ত করে পুলিশ। নগরীকে পরিচ্ছন্ন করতে পুলিশের এই উদ্যোগে স্বস্ত্বি মিলেছে নগরবাসীর মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিএমপির এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছ।

মঙ্গলবার নগরীর দামপাড়ায় ব্লিচিং পাউডারসহ জীবাণুনাশক নানান উপকরণ মেশানো পানি ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবুর রহমান।

এসময় সিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ হিসেবে আমাদের কাজ মানুষকে সেবা দেওয়া। এই সেবার মানসিকতা থেকেই আমরা নগরীকে জীবাণুমুক্ত করার কাজে নেমেছি। আমরা সকলের সম্মিলিত প্রয়াসে করোনাভাইরাসকে মোকাবিলা করব। নগরবাসীর প্রতি আমার আহ্বান, আপনারা আতঙ্কিত হবেন না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন