বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রে করোনায় ২৪ ঘণ্টায় ১৬৩ জনের প্রাণহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ৪:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১৬৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।মঙ্গলবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮২ জনে । সংক্রমিত হয়েছে ৫৪ হাজার ৮৬৭ জন। -সিএনএন, বিবিসি, রয়টার্স

বিশ্বে এ ভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ২২ হাজারে। চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৯ হাজার ১০২ জন।এ পর্যন্ত ১৯৬টি দেশ ও অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। দেশটিতে ৮১ হাজার ২১৮ জন সংক্রমিত হয়েছে। মারা গেছে ৩ হাজার ২৮১ জন। তবে সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে।

মৃতের মিছিলে চীনকেও ছাড়িয়ে গেছে ইতালি। দেশটিতে মারা গেছে ৬ হাজার ৮২০। সংক্রমিত হয়েছেন ৬৯ হাজার ১৭৬ জন।
মৃত্যের হিসেবে তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ২ হাজার ৯৯১ জন। সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৫৮ জন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন