করোনা প্রতিরোধে ইরানকে সহযোগিতা করার আহবান জানালেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিয় গুতেরেস। মঙ্গলবার নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তেনিয় গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজাররিক জাতিসংঘ মহাসচিবের এই আহবান সম্পর্কে সংবাদমাধ্যমকে অবহিত করেন। –নিউইয়র্ক টাইমস
ডুজাররিক বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে আহ্বান জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান কর্মকর্তা জানিয়েছেন তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন গুতেরেস। একইসঙ্গে ইরান যাতে এই স্পর্শকাতর সময়ে সহজে ও নির্বিঘ্নে করোনাভাইরাস মোকাবিলা করতে পারে সেজন্য তেহরানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ারও আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান কর্মকর্তা মিশেল ব্যাশেলে এক বিবৃতিতে বলেন, তার সংস্থা ইরান ও ভেনিজুয়েলার মতো দেশগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার অথবা অন্তত নিষেধাজ্ঞার শর্ত শিথিল করার আহ্বান জানাচ্ছে। এসব দেশের করোনাভাইরাস বিরোধী লড়াই যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য এ ব্যবস্থা নেয়া জরুরি বলে ব্যাশেলে উল্লেখ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন