শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

উহানের অবস্থা লোম্বার্ডিতে টার্গেট হচ্ছে লন্ডন-মাদ্রিদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২০, ১২:০১ এএম

প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রমণে এখন সবচেয়ে করুণ অবস্থা বিরাজ করছে যুক্তরাজ্যের লন্ডন ও স্পেনের মাদ্রিদ শহর। বলা হচ্ছে, শহর দুটির শোচনীয় অবস্থা ইতালির লোম্বার্ডি শহরকেও ছাড়িয়ে গেছে। সেখানে প্রতিদিনই মৃতের সংখ্যা দ্বিগুণ হারে বাড়ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে মৃত্যু হচ্ছে নিউইয়র্কে। করোনাভাইরাসের নতুন পরিসংখ্যান বলছে, কিছু শহরে করোনায় মৃতের সংখ্যা এমন আশ্চর্যজনক হারে বাড়ছে যে, তা দেশের মোট মৃতের সংখ্যাকেও ছাড়িয়ে যাচ্ছে। ফিন্যান্সিয়াল টাইমসের এক গবেষণা বলছে, লন্ডনে দুইদিন অন্তর করোনায় মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হচ্ছে। যেখানে প্রতি তিনদিনে দ্বিগুণ হচ্ছে ব্রিটেনে। প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বে সোয়া চার লাখ আক্রান্ত হয়েছেন। প্রাণ কেড়ে নিয়েছে ১৮ হাজারেরও বেশি। মঙ্গলবার ইউরোপের দেশ ইতালিতে নতুন করে ৭৪৩ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৮২০ জনে। পরিসংখ্যান বলছে, করোনাভাইরাস এখন সবচেয়ে বেশি আঘাত হানছে ইতালির লোম্বার্ডি শহরে, যা আগে ছিল চীনের উহান। তবে লন্ডন ও মাদ্রিদে মৃতের পরিসংখ্যান দেখে ধারণা করা হচ্ছে, এ শহর দুটি খুব শিগগিরই করোনার ‘হটস্পট’ হতে যাচ্ছে। ডেইলি মেইল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন