বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ইডেনে কোয়ারেন্টিন!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২০, ১২:০১ এএম

সৌরভ গাঙ্গুলি। ‘প্রিন্স অব ক্যালকাটা’ খ্যাত ভারতীয় ক্রিকেট কিংবদন্তি। সাবেক অধিনায়ক ও বর্তমান ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এবার তিনি এগিয়ে এলেন। কোয়ারেন্টিনের জন্য প্রয়োজনে কলকাতার বিখ্যাত স্টেডিয়াম ইডেন গার্ডেন্সকে ব্যবহার করার প্রস্তাব দিলেন তিনি।

করোনা ঘিরে ভারতজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এমন পরিস্থিতিতে চিকিৎসার প্রয়োজনে স্টেডিয়ামটিকে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক, ‘যদি সরকার চায়, তাহলে আমরা নিশ্চিতভাবে ইডেনকে ব্যবহার করতে দেব। এই মুহ‚র্তে যা কিছু প্রয়োজন, আমরা তা করব।’ এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতার ফাঁকা রাস্তাঘাটের ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘আমার শহরকে এমনভাবে দেখার কথা কখনো ভাবিনি। স্টে সেফ। আমি নিশ্চিত, এই পরিস্থিতি বদলে সব ঠিকঠাক হয়ে যাবে দ্রæত।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন