বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মুহাম্মদ (সা.) ১৪শ’ বছর আগেই কোয়ারেন্টাইনের কথা বলেছিলেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২০, ১২:০০ এএম

মার্কিন এক গবেষক বলেছেন, মহামারীর সময় নামাজ ও কোয়ারেন্টাইনে থাকার কথা বলেছেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। মার্কিন ম্যাগাজিন নিউজ উইকে এক মতামতধর্মী লেখায় স্কলার ও অধ্যাপক ক্রেইগ কনসিডাইন এ কথা বলেছেন। কেবল নামাজের মাধ্যমে করোনাভাইরাসকে হারানো সম্ভব কিনা এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে মার্কিন এই গবেষক লিখেন, মহামারী প্রতিরোধ ও লড়াইয়ে পরামর্শ দিয়েছেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)।

ইমিউনোলজিস্ট ও বিশেষজ্ঞরা বলছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা ও কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে হাদীসের বরাত দিয়ে কনসিডাইন বলেছেন, ১৪০০ বছর আগেই এমন পরামর্শ দিয়েছিলেন মুহাম্মদ (সা.)। মুহাম্মদ (সা.) বলেছেন, যদি তুমি শুনতে পাও যে, কোনও জায়গায় প্লেগ ছড়িয়ে পড়েছে, তাহলে সেখানে যাওয়া থেকে বিরত থাক; কিন্তু তুমি যেখানে আছ সেখানে প্লেগ ছড়িয়ে পড়লে ওই স্থান ত্যাগ করো না। মহানবী (সা.) আরও বলেন, তাদের সংক্রামক রোগ রয়েছে তাদের সুস্থদের থেকে দূরে থাকা উচিত। কনসিডাইন তার লেখায় নবীজীর আরেকটি হাদীস, ‘পরিষ্কার-পরিচ্ছন্নত ঈমানের অঙ্গ’ সেটিরও উল্লেখ করেন। সকালে ঘুম থেকে ওঠার পর হাত ধোয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন মহানবী মুহাম্মদ (সা.)। তিনি বলেন, ঘুম থেকে ওঠার পর তোমাদের হাত ধোও; কেননা ঘুমের সময় তোমার হাত কোথায় ছিল তা তুমি জান না।

নবীজীর আরেকটি হাদীসে বলা হয়েছে, খাবার আগে ও পরে হাত ধোয়ার মধ্যে বরকত রয়েছে। কিন্তু কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে কী করতে হবে? এ বিষয়ে মুহাম্মদ (সা.) বলেন, আল্লাহ তাআলাই রোগ ও ওষুধ সৃষ্টি করেছেন এবং প্রত্যেক রোগের চিকিৎসাও তিনি সৃষ্টি করেছেন। অতএব, তোমরা চিকিৎসা গ্রহণ করো। বিশ্বাস ও যুক্তির মধ্যে কীভাবে ভারসাম্য রাখতে হবে- সে বিষয়ে কনসিডাইন বলেন, স¤প্রতি অনেকেই বলছেন যে, সামাজিক দূরত্ব ও কোয়ারেন্টাইনের বেসিক নিয়ম মানার চেয়ে নামাজ পড়াটা উত্তম হবে। রোগের চিকিৎসায় নামাজ একমাত্র ওষুধের বিষয়ে মুহাম্মদ (সা.) কী বলতেন? এমন বিষয়ে নবীজীর আরেকটি হাদীস তুলে ধরেন মার্কিন এই গবেষক।

আল-তিরমিজীতে বর্ণিত ওই হাদীসে বলা হয়, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! আমি কি উট বেঁধে রেখে আল্লাহর ওপর ভরসা করব, না বন্ধনমুক্ত রেখে? তিনি বললেন, উট বেঁধে নাও, অতঃপর আল্লাহর ওপর ভরসা করো। সূত্র : নিউজ উইক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (10)
জাবেদ ২৬ মার্চ, ২০২০, ২:৩৯ এএম says : 0
লেখককে অসংখ্য মোবারকবাদ
Total Reply(0)
মোঃ আনোয়ার আলী ২৬ মার্চ, ২০২০, ৫:১৯ এএম says : 0
আল্লাহ! তূমি হেদায়েতের মালিক।
Total Reply(0)
মেহেদী ২৬ মার্চ, ২০২০, ৬:১৩ এএম says : 0
অনেক ভালো লাগলো! অনেক অজানা তথ্য জানতে পারলাম।
Total Reply(0)
Moin Uddin ২৬ মার্চ, ২০২০, ৭:১৭ এএম says : 0
আলহামদুলিল্লাহ ! ১৪ শত বছর পর কোন অমুসলিম দ্বারা মহানবী ( সঃ) এর মহান সময় উপযোগী বাণীর চর্চা হচ্ছে, মুসলমান ভাইদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিৎ ৷
Total Reply(0)
Abdulaziz Aziz ২৬ মার্চ, ২০২০, ৮:০৯ এএম says : 0
খুব ভালো পরামর্শ
Total Reply(0)
Muhammad Ullah ২৬ মার্চ, ২০২০, ৮:৫৬ এএম says : 0
Thanks
Total Reply(0)
নূরুল্লাহ ২৬ মার্চ, ২০২০, ১০:৫৪ এএম says : 0
আমরা আশাবাদী পাশ্চাত্য তার বর্ণবাদি ধারণাগুলো পরিহার করে ইসলামকে সঠিক উৎস হতে সঠিক মেজাজ নিয়ে জানতে উদ্যোগী হবে।
Total Reply(0)
মোঃরইজ উদ্দিন ২৬ মার্চ, ২০২০, ১:৫৪ পিএম says : 0
কোরআন ও হাদিসের বাণী সকল ধর্ম গোত্রের সবসময়ই প্রযোয্য।
Total Reply(0)
qomar uddin ২৭ মার্চ, ২০২০, ৭:৫৫ পিএম says : 0
আল্লাহর নবীর বানি চিরকাল ওমর হয়ে থাকবে
Total Reply(0)
Zonaaid Bin Hasan ১৬ মে, ২০২০, ৭:৩০ এএম says : 0
হাদিসের রেফারেন্স দিলে ভালো হতো
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন