শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

দুই রুট বাদে বিমানের সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২০, ১২:৩১ পিএম

লন্ডন ও ম্যানচেস্টার ছাড়া বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বিমান। আজ বৃহস্পতিবার সকালে এ ঘোষণা দেয়া হয়।
বসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২১ মার্চ রাত ১২টা থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১০টি দেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে বাংলাদেশ। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১২টার পর থেকে বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটগুলোও বন্ধ রয়েছে।
বাংলাদেশে এ পর্যন্ত পাঁচজনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। আক্রান্ত হয়েছেন মোট ৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। বাস, ট্রেন, নৌযান ও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে লোকাল ও মেইল ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
আন্তঃনগর বন্ধ কার্যকর হবে আজ থেকে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি এবং পাটুরিয়া- দৗলতদিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে মঙ্গলবার দুপুর থেকে। আর আজ বৃহস্পতিবার থেকে বন্ধ হচ্ছে বাস চলাচল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
shehab uddin ২৬ মার্চ, ২০২০, ৩:২৭ পিএম says : 0
london & manchester is not corona-free,needs explanation why these two routes are open.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন