মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

‘নিজেরাই নিজেদের সর্বনাশ করছে’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২০, ৪:১৪ পিএম

করোনাভাইরাসের বিস্তার রোধে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। বাসায় থাকতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে এ নিয়ম মানছে না অনেকেই। বিশেষ করে রাজধানীর বাজারগুলোতে এখনো ভিড় রয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টায় রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজারে গিয়ে দেখা যায় ক্রেতা-বিক্রেতাদের ভিড়। গায়ের সঙ্গে গা লাগিয়ে বাজার করছেন। সরকার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলার জন্য বলা হলেও সে নিয়ম মানছে না অনেকেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পরও একই অবস্থা।

এ প্রসঙ্গে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘নিজেরা নিজেদের সর্বনাশ করছে। জনগণ যদি নিজের ভালো না বোঝে লাঠি দিয়ে কতক্ষণ ঠিক রাখা যায়?’

করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আইন মেনে সামাজিক দূরত্ব বজায় রাখেন। এতে সবার মঙ্গল হবে।’

এদিকে, গত সপ্তাহের তুলনায় বাজারে সবজির দাম কিছুটা কমেছে। সরবরাহ বেশি থাকায় দাম কমেছে বলে জানান বিক্রেতারা। দু’এক প্রকারের সবজি বাদে কেজিতে ৫ থেকে ১০ টাকা দাম কমেছে। তবে যাত্রাবাড়ী থেকে যারা সবজি কিনে এলাকায় বিক্রি করেন তারা প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা লাভ করছেন। এ বাজারে সবজির দাম কম থাকায় আশেপাশের মানুষ আসছেন এখানে বাজার করতে।

কাজলার স্থানীয় এক সবজি ব্যবসায়ী বলেন, ‘ ৮০ টাকা ভাড়া দিয়ে যাত্রাবাড়ী থেকে ভ্যান ভর্তি সবজি কিনেছি। প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা লাভ হচ্ছে। তবে গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে।’

এদিকে গণপরিবহন বন্ধ থাকলেও যাত্রাবাড়ী এলাকায় রিকশা, অটোরিকশার চলছে। বাজার করে এসব গাড়িতে করেই বাড়ি ফিরছেন লোকজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন