বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

করোনা মোকাবেলায় হাত বাড়ালেন বাবর-সফরফরাজরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২০, ৫:০১ পিএম | আপডেট : ৫:০১ পিএম, ২৬ মার্চ, ২০২০

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে যুদ্ধে নেমেছেন বিশ্বের সর্বস্তরের মানুষ। তবে মানুষের এই বিপদের সময়ে পাশে আছেন ক্রীড়াবিদরাও। বাংলাদেশেও তার ব্যতিক্রম হচ্ছে না। জাতীয় দলের ২৭জন ক্রিকেটার মিলে আর্ত-মানবতার সেবার জন্য ৩০ লাখ টাকার তহবিল গড়েছেন।

এবার বাংলাদেশের ক্রিকেটারদের মতো মানবতার ডাকে সাড়া দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররাও। করোনা লড়াইয়ের জন্য গঠিত ফান্ডে তারা জমা দিয়েছেন ৫০ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ২৭ লাখ টাকা)।

শুধু বাবর আজম ও সরফরাজ আহমেদরাই নন। সহযোগিতার হাত বাড়িয়ে দিতে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারাও। মহাব্যবস্থাপক পদ মর্যাদার কর্মকর্তারা দান করবেন দু’দিনের বেতন। আর অন্যান্য কর্মকর্তারা দিবেন এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ। খবরটা নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন