বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হুমকির মুখে মানবতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২০, ১২:০৭ এএম

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় দরিদ্র দেশগুলোর দুইশো কোটি মার্কিন ডলারের মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বুধবার অনুদান সংগ্রহের এক প্রচারাভিযান শুরু করেছেন তিনি। সে সময় তিনি বলেন, ‘কোভিড-১৯ পুরো মানবতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে আর আমরা পুরো মানবজাতি এর বিরুদ্ধে লড়াই করবো’। আজ হুমকির মুখে বিশ্বমানবতা। গত বছরের ডিসেম্বরে প্রথম চীনে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর বিশ্বজুড়ে প্রথম ১ লাখ রোগীস শনাক্ত হতে সময় নেয় ৬৭ দিন। কিন্ত পরে এই ভাইরাস অনেক দ্রæত ছড়াতে শুরু করে। গত সপ্তাহে বিশ্বের বহু দেশ নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে হাজার হাজার মানুষ। এছাড়া সংক্রমণ ঠেকাতে সারা বিশ্ব ঐক্যবদ্ধ না হলে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। করোনাভাইরাসের মহামারি ঠেকানোর উদ্যোগের বিষয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বিশ্বজুড়ে পদক্ষেপ এবং সংহতি গুরুত্বপ‚র্ণ। কোনও একক দেশের উদ্যোগ যথেষ্ট হবে না’। মহামারি মোকাবিলায় গত কয়েক দিনে আরও জোরালো পদক্ষেপের কথা বলে আসছেন অ্যান্তোনিও গুতেরেস। গত সোমবার জি২০ গ্রæপকে লেখা এক চিঠিতে তিনি দরিদ্র দেশগুলোর জন্য লাখ লাখ ডলারের সহায়তার আহŸান জানান। অ্যান্তোনিও গুতেরেস বলেন, প‚র্ণ তহবিল পাওয়া গেলে বহু প্রাণ রক্ষা পাবে এবং মানবিক সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো করোনাভাইরাস পরীক্ষার কিট সরবরাহ ও অসুস্থ্য রোগীদের সেবা দেওয়ার সময় চিকিৎসকদের রক্ষা করতে পারবে। রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন