দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, হিলি সীমান্ত এলাকাকে মাদক মুক্ত করতে প্রতিনিয়তই পুলিশের একটি বিশেষ টিম মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় উপজেলার সীমান্ত এলাকায় আলাদা দুইটি অভিযান পরিচালনা করে রবিউল ইসলাম নামের একজনকে ৯৫ বোতল ফেন্সিডিল এবং মনিরুল ইসলাম নামের আরেক জনকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক গতকাল দুপুরে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লালবাড়ী গ্রামের কালু মিয়ার ছেলে রবিউল ইসলাম (৩২) এবং দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা গ্রামের জহির উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (২২)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন