বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

উইলিয়ামসনের খোলা চিঠি

মানবতার সেবক স্বাস্থ্যকর্মীদের প্রতি

করোনাভাইরাস, উইলিয়ামসন | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২০, ১২:০৬ এএম

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কভিড-১৯ মোকাবেলায় নিউজিল্যান্ড লকডাউন হয়ে গেছে। গতকাল পর্যন্ত দেশটিতে কারও মৃত্যু সংবাদ না পাওয়া গেলেও আক্রান্ত মানুষের সংখ্যা ২৮৩ জন। তার পরও ‘অ্যালার্ট ফোর লেভেল’ জারি করা হয়েছে সেখানে। এ ভাইরাস মোকাবেলায় কাজ করে যাচ্ছেন ডাক্তার, নার্সসহ অন্য মেডিকেল স্টাফদের সঙ্গে অন্যান্য সেবাপ্রদানকারীরা। তাদের প্রতি এক খোলা চিঠিতে বø্যাকক্যাপস অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, সত্যিকারের চাপ জীবন বাঁচানোর কাজে। ক্রিকেটার বা অন্য ক্রীড়াবিদরা শুধু যে কাজটি ভালবাসেন, সেটিই করে যান। পুরো দেশ এই সঙ্কট মোকাবেলায় সেইসব লোকদের সঙ্গে আছে বলেও উল্লেখ করেছেন তিনি। বø্যাকক্যাপস অধিনায়কের মর্মষ্পর্ষী চিঠিটি হুবহু তুলে ধরা হলো-

প্রিয় ডাক্তার, নার্স এবং সেবাপ্রদানকারীরা,
গত কয়েকদিনে এটা পরিষ্কার হয়ে গেছে, আমরা এমন একটা স্বাস্থ্যগত সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছি, যা এর আগে দেখিনি কেউ।
সন্দেহ নেই, আসছে দিনগুলিতে এ ব্যাপারগুলি আরও প্রকট আকার ধারণ করবে।
আমাদের পাশে আছেন বলে আপনাদের প্রতি আমরা অনেক বেশি কৃতজ্ঞ।
লোকে ক্রীড়াবিদদের কথা বলে, যারা পারফর্ম করার চাপে থাকে। তবে সত্যটা হলো, আমরা জীবিকার তাগিদে সেটিই করি, যা আমরা ভালবাসি। আমরা শুধু খেলি।
আসল চাপ হলো জীবন বাঁচানো। সত্যিকারের চাপ হলো প্রতিদিন নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে অন্যদের নিরাপত্তার জন্য কাজে যাওয়া।
আসছে সপ্তাহ বা মাসগুলির প্রতিটি দিন আপনি এবং আপনাদের সহকর্মীদের এই কাজটা করে যেতে হবে।
এই বিশাল দায়িত্বটা শুধু সবচেয়ে সদয় মানুষগুলি করতে পারবেন, যারা সবকিছুর আগে বৃহত্তর স্বার্থের ব্যাপারটি রাখে।
বø্যাকক্যাপস হিসেবে আমরা জানি, দেশের সমর্থন পেতে কেমন লাগে। সে হিসেবেই বলতে চাই, আপনারা একা নন। আপনাদের জানাতে চাই, পুরো দেশ আপনাদের সঙ্গে আছে।
আমরা অবশ্যই এই সময় কাটিয়ে উঠব এবং সেটির একটি বড় সৌজন্য হবেন আপনারাই।
কেন উইলিয়ামসন
ব্ল্যাকক্যাপস অধিনায়ক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন