বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কেশবপুরে করোনা প্রতিরোধে ব্যাপক তৎপরতা

কেশবপুর (যশোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২০, ১২:০৬ এএম

কেশবপুরে প্রশাসনের সহায়তায় সেনাবাহিনী রাস্তায় নেমে জনসাধারনকে মাস্ক ব্যবহারে তদারকি করেন। গতকাল সকাল থেকে কেশবপুর পৌর শহরে উপজেলা প্রশাসনের সাথে সেনাবাহিনী জনসচেতনতা কাজ শুরু করেন। সকাল সাড়ে নয়টার দিকে শহরের মাছ বাজারে ওজনে কম দেয়ায় সামসুর রহমান নামে এক মাছ ব্যবসায়ীকে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান মোবাইল কোর্ট বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে উপজেলা বিভিন্ন হাটবাজারে ও পথচারী জনসাধারন ঘরের বাইরে বাহির হলে মাস্ক ব্যবহারে বাধ্য করেন। 

বেলা সাড়ে এগারোটাই শহরের গাজির মোড়ে ক্যাটেন সাইফুলের নেতৃতে একদল সেনা সদস্য রাজপথে চলাচলকারি জনসাধারনে মধ্যে যাদের মাস্ক ছাড়া বাহির হয়েছেন তাদের কে মাস্ক না থাকলে বাড়িতে ফেরত পাঠিয়ে দিয়েছেন। এসময় আবার অনেক অসহায় গরীব পথচারী বা বৃদ্ধ ভ্যান চালকদের সেনাবাহিনী থেকে বিনা মূল্যে মাস্ক সরবারহ করা হয়।
শহরের ওষুধ ও মুদি দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠন বন্ধ রয়েছে। জনসাধারনের চলাচল প্রায় সাভাবিক আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন