শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউরোপের আরেক মৃত্যুপুরী স্পেনে ২৪ ঘণ্টায় ৭৬৯ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২০, ৫:৩৩ পিএম

স্পেনে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৭৬৯ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। গতকাল শুক্রবার (২৭ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৬৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হলো ৪ হাজার ৮৫৮ জনের। দেশটিতে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন প্রায় ৬৫ হাজার মানুষ।

প্রাণঘাতী এই ভাইরাস ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৫ লাখ ৩১ হাজার ৮০৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৬০ হাজার ৭৬৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৭১২, ফ্রান্সে ৩৬৫, যুক্তরাষ্ট্রে ২৬৮, ইরানে ১৫৭, যুক্তরাজ্যে ১১৫, জার্মানিতে ৬১, সুইজারল্যান্ডে ৩৯, নেদারল্যান্ডসে ৭৮ ও বেলজিয়ামে ৪২ জনের মৃত্যু হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন