শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন ৬টি ট্রেনে পণ্য যাচ্ছে সারা দেশে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২০, ৮:৩৮ পিএম

চট্টগ্রাম বন্দরে খালাস পণ্য সারাদেশে পৌঁছে দিতে প্রতিদিন চলাচল করছে ছয়টি ট্রেন। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাদেশে যানচলাচল বন্ধ থাকায় দেশে যাতে ভোগ্যপণ্যের সঙ্কট সৃষ্টি না হয় সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলওয়ের পরিবহন বিভাগ সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে যাতে খাদ্যের ঘাটতি না হয় সেজন্য বন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন পণ্য আসছে। এতে তেলবাহী বিভিন্ন কন্টেইনার যেমন আছে, তেমনি আসছে বিভিন্ন খাদ্যপণ্যও। এসব পণ্য খালাস হওয়ার পর ৬টি ট্রেনে সারাদেশে পাঠানো হচ্ছে।

এখন যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় কোনো রকম শিডিউল বিপর্যয় ছাড়া এসব মালবাহী ট্রেন গন্তব্যে পৌঁছে যাচ্ছে। আগে যেখানে ৩ থেকে ৪টি মালবাহী ট্রেন চলতো, এখন কোনোদিন ৮টি আর কোনোদিন ৫- ৬টি ট্রেন চলাচল করছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন