শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভিডিও কলে বিয়ে সারলেন আইসোলেশনে থাকা জুটি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২০, ১২:০২ এএম

দুটি স্মার্টফোন। দূরত্ব মাত্র ১৫ কিলোমিটার। করোনা সতর্কতা বজায় রেখেই এই দূরত্ব মিটিয়ে নিলেন হামিদ-মেহজাবিন জুটি। অতিথি বলতে কেউই ছিলেন না। ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ির লোকেরাই একমাত্র সাক্ষী। তবে ভিডিও কলে যোগ দিলেন আরও কিছু আত্মীয়। সব মিলিয়ে ২৫ তারিখ সকাল সকালই দুই বাড়িতে শুরু হয়ে যায় প্রস্তুতি। হোক না ভিডিও কল, তাই বলে বিয়েতে কনে একটু সাজবে না? নিজেই মেকআপ করে রেডি হয়ে নেন মেহজাবিন। সেজেগুজে তৈরি হয় নেন দুই বাড়ির সদস্যরাও। তারপর ভিডিও কল এই নিয়ম রীতি মেনে সারা হয় বিয়ের পর্ব। বুধবার ঘটনাটির সাক্ষী হলো ভারতের উত্তরপ্রদেশের হরদৌয়। ভারতীয় গণমাধ্যম স‚ত্রে জানা গেছে, করোনা মোকাবিলায় লকডাউনে ভারত। বর্তমানে সামাজিক দ‚রত্ব বজায় রাখাই সবচেয়ে বড় হাতিয়ার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর সেই কারণেই ২৫ তারিখ বিয়ের আয়োজন বাতিল করেছিলেন হামিদ আর মেহজাবিন। তবে আয়োজন বাতিল হলেও বিয়ে বাতিল করেননি উত্তরপ্রদেশের হরদৌয়ের এই জুটি। সেলফ আইসোলেশন বজায় রেখে ভিডিও কলেই ‹বিবাহ› করেছেন তারা। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন