শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জাতীয় বধির সংস্থার কার্যকরী পরিষদ নিয়ে রুল

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় বধির সংস্থার বার্ষিক সাধারণ সভায় কার্যকরী পরিষদকে বরখাস্ত করার প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল (সোমবার) এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে জারি করা রুলের শুনানি না হওয়া পর্যন্ত কার্যকরী পরিষদ বরখাস্তের আদেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন আদালত। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও সমাজসেবা অধিদফতরের মহাপরিচালককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে শুনানি করেন তৈমুর আলম খন্দকার। ওই আইনজীবী এই আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারির বিষয়টি সাংবাদিকদের তিন জানান। এর আগে গত ২১ ডিসেম্বর জাতীয় বধির সংস্থার তৈমুর আলম খন্দকারের নেতৃত্বাধীন কার্যকরী পরিষদ বরখাস্ত করেন সমাজসেবা অধিদফতর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Jamal Hassan ৭ নভেম্বর, ২০২২, ৩:১৮ পিএম says : 0
Dhaka Bangladesh
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন