বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মিথিলার কণ্ঠে সৃজিতের লেখা গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২০, ১২:৫৮ পিএম

'সকালের আলো মেখে চার চাকা পায়ে, কবে দূর, যাবে আবার! বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায়, খুঁজে সুর, পাবে আবার ! সেই হারানো চড়ুইয়ের ডাক, বলে যে গেছে সে চলে যাক!' গানটি মৈনাক ভৌমিকের 'মাছ মিষ্টি অ্যান্ড মোর'-এর জন্য লিখেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। এবার এই গানই শোনা গেল সৃজিতের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার কণ্ঠে।

করোনা কারণে আনুষ্ঠানিক বিয়ের পর থেকে একে অপরের থেকে আলাদাই থাকতে হচ্ছে সৃজিত-মিথিলাকে। সৃজিত রয়েছেন কলকাতায়। আর মিথিলা ঢাকার বাড়িতে রয়েছেন। করোনার প্রকোপে কাছে আসার উপায় নেই। অগত্যা দেখা ও কথার জন্য ভিডিও কলই ভরসা।

এদিকে হোম কোয়ারেন্টাইনে থাকার মধ্যেই নিজেই গিটার বাজিয়ে গান ধরলেন সঙ্গীতশিল্পী মিথিলা। তার গলায় উঠে এল সৃজিত মুখোপাধ্যায়ের লেখা 'তুমি এবার' গানটি।

নিজের লেখা এই গানটি স্ত্রীর গলায় শুনে আবেগতাড়িত সৃজিত মুখোপাধ্যায়ও এটিকে নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন