বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বাগানেই একটু শান্তি খুঁজে পাচ্ছি: জয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২০, ৭:৫৩ পিএম

করোনা আতঙ্কে গোটা বিশ্বের প্রায় সব মানুষ নিজেদের গৃহবন্দি করে রেখেছেন। বন্ধ করে দেওয়া হয়েছে চলচ্চিত্রসহ সব ধরনের শুটিং। এদিকে নিজের নতুন সিনেমার কাজে কলকাতায় যাওয়ার কথা ছিল বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের। এখন তা অনিশ্চিত।

জয়া জানান, এ মাসেই কাজের সূত্রে ভারতে যাওয়ার কথা ছিল। ‘অর্ধাঙ্গিনী’ ছবির ডাবিংয়ের কাজ বাকি আছে। কিন্তু এ মাস কেন, পরের মাসের মাঝামাঝি পর্যন্ত এখন তার যাওয়া অনিশ্চিত।

দেশের পরিস্থিতি নিয়ে জয়া বললেন, ‘এখানে রাস্তায় সেনা নামানো হয়েছে। তবে মানুষ এত ভয় পেয়ে আছে যে, অকারণে বেশি করে সব জিনিস কিনছে। ফলে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে হু-হু করে। ‘দিন আনি দিন খাই’ মানুষগুলোর কথা তো ভাবতে হবে। একে এখন সকলের কাজ বন্ধ, ওদের হাতে টাকা নেই। তার মধ্যে আবার জিনিসপত্রের দাম বাড়লে ওদের চলবে কী ভাবে? চাল, ডাল তো অন্তত কিনবে, সেটাও তো কিনতে পারবে না। আমাদের ছবির জগতেও এমন অনেকেই আছেন, যাদের হাতে এখন প্রায় কিছুই নেই। তাদের জন্য আমি ফান্ড তোলার চেষ্টা করছি। যতটা সাহায্য করা যায়।

দুশ্চিন্তা স্পষ্ট তার কণ্ঠস্বরে। অভিনেত্রীর মতে, ঢাকাকে কেন্দ্র করেই বাংলাদেশ আবর্তিত হয়। কিন্তু ঢাকার বাইরের মানুষ কেমন আছেন, তারা সব কিছু পাচ্ছেন কি না তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অভিনেত্রী।

আপাতত শুটিং বন্ধ। জয়াও গৃহবন্দি। এমনিতে বাড়ির মানুষের সঙ্গেই সময় কাটাতে ভালবাসেন জয়া। কিন্তু এখন চেয়েও তা পারছেন না।

এদিকে এই টালমাটাল সময়ে বাগানেই একটু শান্তি খুঁজে পাচ্ছি। আর আমার পোষ্য আছে, ক্লিয়োপেত্রা আর ওর বন্ধু সল্টি। এই ক’দিন ওরাও আমার সারা দিনের সঙ্গী। মনেপ্রাণে চাইছি যেন তাড়াতাড়ি আমরা সকলেই এই পরিস্থিতি থেকে বেরোতে পারি এমন আশাবাদ ব্যক্ত করেন জয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন