শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফিনল্যান্ডের এক নাগরিক অজ্ঞান অবস্থায় সিলেটে উদ্ধার

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২০, ৭:৫৮ পিএম

ফিনল্যান্ডের এক নাগরিক হঠাৎ অজ্ঞান হয়ে সিলেটের একটি বহুতল ভবনের সামনে পড়ে যান। নগরীর মীরবক্সটুলায় শনিবার (২৮মার্চ) বিকাল ৫টায় এ ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে মি: মার্কু (৪৫) নামের ওই যুবককে উদ্ধার করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। শামসুদ্দিন আহমদ হাসপাতালে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত বা আক্রান্ত সন্দেহে থাকা ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, মি. মার্কু প্রায় দুই মাস আগে বাংলাদেশে বেড়াতে আসেন। এরপর প্রায় দেড় মাস ধরে সিলেটে অবস্থান করছিলেন তিনি। নগরীর হাওয়াপাড়াস্থ হোটেল নাজালের ৩০ নম্বর রুম নিয়েছিলেন মার্কু। মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, শনিবার বিকালে অসুস্থতা অনুভব করায় মি. মার্কু হোটেল থেকে বেরিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে মীরবক্সটুলাস্থ খায়রুন ভবনের অজ্ঞান হয়ে পড়েন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন