বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতে যুদ্ধে নেমেছে ডিআরডিও,ওএফবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

ভারতের রাষ্ট্রায়ত্ত দুই প্রতিরক্ষা প্রতিষ্ঠান ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এবং অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডকে (ওএফবি) করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত করা হয়েছে। এই দুই প্রতিষ্ঠানকে করোনাপ্রতিরোধক বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী ও সরঞ্জাম তৈরির নির্দেশ দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কর্মকর্তারা জানান, ডিআরডিও ইতোমধ্যে তার ল্যাবে হ্যান্ড-স্যানিটাইজিং লিকুইড ও অন্যান্য জীবাণুনাশক তৈরির কাজ শুরু করেছে। অন্যদিকে চিকিৎসকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) তৈরির পাইলট প্রকল্প শুরু করেছে ওএফবি। অন্যদিকে, অতি চাহিদা সম্পন্ন ভেন্টিলেটর তৈরির জন্য বেসরকারি খাতের প্রস্তুতকারকদের সঙ্গে আলোচনা করছে ডিআরডিও। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য ভারতের ১১৩ কোটি মানুষকে ১৪ এপ্রিল পর্যন্ত বাড়িতে আবদ্ধ থাকার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। জেনিস ডিফেন্স, এসএএম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন