শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘এই লড়াই যতটা সহজ দেখাচ্ছে তত সহজ নয়’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ১২:০২ এএম

মহামারী রূপ ধারন করা করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে ভারত সরকার ২১ দিনের যে লকডাউন ঘোষণা করেছে তা কঠোরভাবে মানার জন্য নাগরিকদের আহŸান জানিয়েছেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের মতে, করোনা মোকাবিলার লড়াইটা সহজ নয়।
নিজের টুইটার পেজে দেওয়া এক ভিডিও পোস্টে কোহলি বলেন, ‘হ্যালো, আমি বিরাট কোহলি। আজ আমি আপনার সঙ্গে ভারতের খেলোয়াড় হিসাবে নয়, দেশের নাগরিক হিসাবে কথা বলছি। গত কয়েকদিনে আমি যা দেখেছি-লোকেরা দল বেঁধে চলছে, কারফিউ বিধি মানছে না, লকডাউন নির্দেশিকাগুলি অনুসরণ করছে না-এটি থেকে প্রমাণ হয় যে আমরা লড়াইটি খুব হালকাভাবে নিচ্ছি। তবে এই লড়াই যতটা সহজ দেখাচ্ছে তত সহজ নয়।’

বর্তমান পরিস্থিতিতে সরকারের বেধে দেওয়া নির্দেশনা কঠোরভাবে মানার কোনো বিকল্প নেই বলে মনে করেন কোহলি। নির্দেশনাগুলো মানতে জনসাধারণকে অনুরোধ করলেন ভারতীয় অধিনায়ক, ‘আমি সবাইকে সামাজিক দ‚রত্ব বজায় রাখতে এবং এটি অনুসরণ করার জন্য অনুরোধ করতে চাই। এছাড়াও, নির্দেশগুলি আমাদের অনুসরণ করা উচিত। ভাবা উচিত যদি আপনার অবহেলার কারণে আপনার পরিবারের কেউ ভাইরাসে আক্রান্ত হয় তবে আপনার কেমন লাগবে।’

তিনি আরও বলেন, ‘বিশেষজ্ঞরা কঠোর পরিশ্রম করছেন দয়া করে অনুসরণ করুন। এটি কেবলমাত্র তখনই সফল হবে যখন আমরা দলবদ্ধ হয়ে বেরোনোর চেয়ে নিয়ম ভাঙার পরিবর্তে আমাদের দায়িত্ব পালন করব। আপনারা সকলেই যদি পরিস্থিতির উন্নতি দেখতে চান তাহলে দয়া করে সরকারের নির্দেশ অনুসরণ করুন!’

প্রাণঘাতী করোনাভাইরাসে এলোমেলো হয়ে পড়েছে বিশ্ব। সব মিলিয়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৬ হাজার। ভারতে আক্রান্তের সংখ্যা নয়শোর কাছাকাছি। মৃতের সংখ্যা ২১।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন