বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চরখালীতে সেতু নির্মাণের দাবি

প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের কচা নদীর চরখালী পয়েন্টে সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী। মঠবাড়িয়া নাগরিক কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু ও সদস্য সচিব নূর হোসাইন মোল্লা এলাকাবাসীর পক্ষে লিখিত এ আবেদন জানান। আবেদনে বলা হয়েছে, গত বছর সংসদে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ জানান সরকার কচা নদীর উপর সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। তা বাস্তবায়নের জন্য ঢাকায় বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে সেতুটি কচা নদীর কোন পয়েন্টে নির্মিত হবে তা নিয়ে চলছে বিতর্ক। মঠবাড়িয়া, বরগুনা এবং পটুয়াখালীর প্রায় ৩৫ লাখ মানুষের সুবিধার্থে চরখালী পয়েন্টে সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন