বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনায় ঘরবন্দি গরীবদের বাড়িতে খাবার বিতরণ যশোর এসপির

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ১২:৪৮ পিএম

করোনাভাইরাসের ধাক্কায় ঘরবন্দি গরীবদের বাড়িতে বাড়িতে গিয়ে রোববার ভোর রাতে যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন,পিপিএম খাবার বিতরণ করলেন। তার এই মহতী উদ্যোগ যশোরের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের কাছে দারুণ প্রশংসিত হয়েছে। 

যশোর শহরের শংকরপুর এলাকায় গরীব মানুষকে ঘুম থেকে ডেকে চাল, ডাল, ঝাল, লবন, তেলের প্যাকেট তুলে দেন। ভোররাতে দরজায় পুলিশ সুপারের কড়া নেড়ে ডাক দিয়ে হাতে প্যাকেট তুলে দেওয়ায় অভিভুত হন দিন এনে দিন খাওয়া গরীব লোকজন। এসপির সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, মোঃ অতিঃ পুলিশ সুপার (সদর)অপু সরোয়ারসহ পুলিশ কর্মকর্তারা।
এসপি মুহাম্মদ আশরাফ হোসেন,পিপিএম জানান, শুধু আজ নয় করোনার প্রভাব যে ক’দিন থাকবে এই কার্যক্রম চলবে।
এদিকে, এসপি পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের উদ্যোগে জলকামানের মাধ্যমে রাস্তায় জীবাণুনাশক ছেটানো কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত সাংবাদিকদের বলেছেন, করোনাভাইরাসের কারণে গোটা দেশ এখন আতঙ্কিত। এই দুঃসময়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন