শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

স্বাস্থ্যকর্মীরা হেনস্থার শিকার ভারতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ১২:০২ এএম

ভারতে করোনা ভাইরাস রোগীদের চিকিৎসার দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীরা রাষ্ট্রীয়ভাবে বীর উপাধি পেলেও বাস্তব জীবনে তারা নানা ধরণের হেনস্থার শিকার হচ্ছেন। করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স, ডেলিভারি ড্রাইভার ও হাসপাতালের অন্য কর্মচারিদেরও তাদের প্রতিবেশীদের বিরূপ আচরণ ও মন্তব্য সহ্য করতে হচ্ছে। পাকিস্তানভিত্তিক ডনের খবরে বলা হয়েছে, ভারতীয় অনেকগুলো ই-কমার্স কোম্পানি এই হেনস্থার কারণে তাদের সেবা বন্ধ করে দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, হাসপাতালকর্মীদের ওপর এমন আঘাত দেশের জন্য বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ভারতের সবপ্রান্ত থেকেই এ ধরণের হেনস্থার খবর আসতে শুরু করেছে। এর মধ্যে পুলিশ সদস্যের জরুরি ঔষধ সরবরাহকারী এক কর্মীকে পেটানোর ঘটনা ব্যাপক আলোচিত হয়েছে। দেশটির সুরাট শহরের চিকিৎসক সঞ্জীবনী পানিগ্রাহী জানান কিভাবে হাসপাতাল থেকে ফেরার পর তিনি হেনস্থা হয়েছেন। তিনি অনেকদিন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা করে বাসায় ফেরেন। কিন্তু তাকে দেখে তার প্রতিবেশীরা তার অ্যাপার্টমেন্টের দরজা আগলে রাখে। তাকে হুমকি দেয়া হয় কাজ ছেড়ে দেয়ার জন্য। নইলে ভয়াবহ পরিণতি হবে বলেও জানিয়ে দেয়া হয়। তিনি বলেন, এই মানুষগুলোর সঙ্গে আমি প্রতিদিন স্বাভাবিকভাবে চলাফেরা করেছি। তাদের বিপদে পাশে দাঁড়িয়েছি। কিন্তু হঠাৎ সব বদলে গেলো। এ সপ্তাহে ভারতের চিকিৎসকদের সংগঠন সরকারের কাছে এ নিয়ে সাহায্য চেয়ে আবেদন জানিয়েছে। ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন