বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা শিথিলের আহবান

দুর্যোগ মোকাবিলা করতে হবে ঐক্যবদ্ধভাবে : জাতিসংঘ মহাসচিব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাস প্রতিরোধে ইরানের ওপর আরোপিত আমেরিকার নিষেধাজ্ঞা শিথিল করার আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি জানিয়ে ইরানসহ আট দেশ গুতেরেসকে উদ্দেশ করে চিঠি দেয়ার দুদিন পর তিনি এ প্রতিক্রিয়া জানালেন। জাতিসংঘ মহাসচিব করোনাবিরোধী যুদ্ধে বিশ্বের সব দেশের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ব্যাপকভাবে এ ভাইরাসের প্রভাবে প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করেন। জাতিসংঘ মহাসচিব বলেন, বিশ্বের সব দেশ যাতে শক্ত হাতে করোনার বিরুদ্ধে লড়াই করতে পারে, সে জন্য নিষেধাজ্ঞা শিথিল করা জরুরি। তিনি আরও বলেন, যেসব দেশ করোনাভাইরাসের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা একান্ত প্রয়োজন বলে তিনি জানান। অপর এক খবরে বলা হয়, জাতিসংঘের মহাসচিব বলছেন যে বিশ্বের সকল দেশকে করোনার বিরুদ্ধে এক্যবদ্ধ লড়াই করতে হবে, নইলে এই ভাইরাস তাদের পরাস্ত করবে। পিবিএস নিউজ আ্ওয়ার অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে আন্তোনিও গুয়েটেরেস বলেন যে তিনি চিন্তিত যে এই ভাইরাস যদি আফ্রিকায় জেঁকে বসে, তা হলে সেখানে লক্ষ লক্ষ লোক মারা যাবে। আফ্রিকা মহাদেশের এই চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা নেই বললেই চললে। জাতিসংঘ জানিয়েছে যে তাদের কর্মীদের মধ্যে ৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চীনে শুরু হ্ওয়া এই সংক্রমণযোগ্য রোগের এখন কেন্দ্রস্থল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প করোনার বিরুদ্ধে লড়াইয়ে এখানকার ন্যাশনাল গার্ড এবং রিজার্ভদের আহবান করছেন। এই সব ব্যক্তি যাদের আহবান করা হচ্ছে তারা হেডকোয়ার্টার ইউনিটের লোক হবেন এবং এমন সব ব্যক্তি হবেন যাদের চিকিৎসা করার বড় রকমের দক্ষতা থাকবে। আল-জাজিরা, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন