শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

তাপদাহ অব্যাহত

ঢাকায় রাতে ২৫ ডিগ্রি ছাড়িয়ে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ১২:০১ এএম

তাপদাহ অব্যাহত রয়েছে দেশের অনেক জায়গায়। আবহাওয়া বিভাগের পূর্বাভাস, চলতি সপ্তাহজুড়ে ক্রমেই বাড়তে পারে তাপমাত্রা। গতকাল রোববার ঢাকায় রাতের পারদ ২৫.১ ডিগ্রি সে. ছাড়িয়ে যায়। দিনে তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সে.। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাহাড়ে রাঙ্গামাটিতে ৩৭.৪ ডিগ্রি সে.।
আবহাওয়া বিভাগ জানায়, ফরিদপুর, মাদারীপুর, সীতাকুন্ড, রাঙ্গামাটি অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আপাতত মেঘ-বৃষ্টির আভাস নেই। আবহাওয়া শুষ্ক থাকারই সম্ভাবনা।
পশ্চিমা লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং হিামালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ এলাকায় বিরাজ করছে। স্বাভাবিক এক লঘুচাপ আছে দক্ষিণ বঙ্গোপসাগরে। তবে সমুদ্র এখন শান্ত।
যদিও বৈশি^ক মহামারী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সাগরে জাহাজ ট্রলার নৌযানের আনাগোনা খুবই কম। পর্যটকশূন্য কক্সবাজার, কুয়াকাটা এবং পৃথিবীর সমুদ্র সৈকতগুলো খাঁ খাঁ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন