বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশ্বে করোনায় মৃত্যু ৩৪ হাজার, আক্রান্ত ৭ লাখ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ১১:২৯ এএম

করোনাভাইরাসে সারাবিশ্বে প্রায় ৩৪ হাজার মানুষ মারা গেছে। এ ছাড়া সাত লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় ৩৩ হাজার ৯৭৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২২ হাজার ১১৯ জন।
তবে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে এবং সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।

ইতিমধ্যে ভাইরাসটি ১৯৯ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইতালিতে ১০ হাজার ৭৭৯ জন মারা গেছেন।

এর পর দ্বিতীয় সর্বোচ্চ মানুষ মারা গেছে স্পেনে ৬ হাজার ৮০৩ জন। তৃতীয় সর্বোচ্চ মানুষ মারা গেছে চীনে ৩ হাজার ১৮২ জন এবং চতুর্থ সর্বোচ্চ মানুষ মারা গেছে ইরানে দুই হাজার ৬৪০ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪২ হাজার জন। এর পর ইতালিতে আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ৬৮৯ জন।

সোমবার পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৬৬ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগী ৪৮ জন। সরকারি হিসাবে মোট মৃত্যু হয়েছে ৫ জনের। গতকাল রোববার পর্যন্ত নতুন করে কেউ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেইপ্রদেশের রাজধানী উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এ ভাইরাসের প্রকোপ বাড়ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন