শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোরে হোম কোয়ারেন্টাইনে ২৩১৭জন, বিদেশ ফেরত প্রায় ৫হাজারের খোঁজ নেই

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ১:০৭ পিএম

যশোরে ২৪ ঘ্টার ব্যবধানে নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো ৮৩ জন। তবে অন্যান্যদিনের চেয়ে তুলনামূলক কম। এই নিয়ে হেম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়ালো ২৩১৭জন। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, যশোর হাসপাতাল কোয়ারেন্টাইনে থাকা চৌগাছার হাকিমপুরের এনজিও কর্মীর নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। তার পরিবারের ৫জনকে গ্রামের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত তিনমাসে মাসে বিদেশ থেকে যশোরে ফেরা প্রায় ৫হাজার ব্যক্তির কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এর সংখ্যা মার্চ মাসেই ৩হাজার ৯৪৭ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন