শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বার্সায় ফিরতে চান জাভি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ২:৫৯ পিএম

মেসি-পিকেদের সঙ্গে কাটিয়েছেন বার্সেলোনার স্বর্ণযুগ। ১৯৯৮ সাল থেকে ২০১৫ সাল অবধি চষে বেড়িয়েছেন ন্যুক্যাম্পের মাঠ। স্পেন ছাড়ার ৫ বছর পর আবারো নিজের সাবেক ক্লাবে ফিরতে চাইছেন জাভি হার্নান্দেজ। তবে এবার আর মেসিদের সতীর্থ হিসেবে নয়, দলের প্রধান কোচ হিসেবেই ফিরতে চাইছেন তিনি। গতকাল (রোববার) স্পেনের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের স্বপ্নের কথার জানান দেন এই সাবেক কাতালান মিডফিল্ডার।

কাতারের ক্লাব আল-সাদে খেলছেন জাভি। এমন সময় গতকাল গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি পরিস্কার যে, আমি বার্সেলোনায় ফিরতে চাই, এ জন্য আমি খুব উতলাও। সম্ভবত বছর খানেক আগে আমি নিজেকে কিছু সম্মান দিতে পারতাম, কিন্তু এখন আমি নিজেকে কোচিংয়ে দেখতে চাই।’

৪০ বছর বয়সী বিশ্বকাপজয়ী কিংবদন্তি মিডফিল্ডার আরও বলেন, ‘তবে আমি তাদেরকে এটা পরিস্কার করেছিলাম যে, শূন্য থেকে শুরু হওয়া একটি প্রকল্পে আমি নিজেকে দেখেছিলাম এবং সেসব সিদ্ধান্ত আমার নেওয়ার ছিল।’

চলতি আসরের মাঝামাঝি আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করে জাভিকে প্রধান কোচ করে ক্যাম্প ন্যুয়ে ফেরাতে চেয়েছিল বার্সা কর্তৃপক্ষ। কিন্তু আল-সাদের কথা মাথায় রেখে এবং কিছু ব্যক্তিগত কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। অবশ্য ভালভার্দে ঠিকই চাকরিচ্যুত হোন এবং ক্যাম্প ন্যুয়ে আসেন রিয়াল বেতিসের সাবেক কোচ কিকে সেতিয়েন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন