বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মার্কিন নাগরিকদের নিয়ে বিশেষ ফ্লাইট ঢাকা ছেড়েছে

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ৭:২১ পিএম

মার্কিন নাগরিকদের নিয়ে বিশেষ ফ্লাইট সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে।
করোনাভাইরাসের মহামারির মধ্যে বাংলাদেশে আটকে পড়া নিজেদের নাগরিকদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থিত দেশটির নাগরিকদের ফিরিয়ে নিতে ভাড়া করা একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে। এই ফ্লাইটটি ঢাকা থেকে দোহা হয়ে ওয়াশিংটন ডিসির ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তাদের যাত্রীদের পৌঁছে দেবে।
ফ্লাইটে থাকা মার্কিন নাগরিকরা নিজ খরচেই দেশে ফিরছেন বলে জানিয়েছে দূতাবাস। যারা তৎক্ষণাৎ টিকিট কাটার টাকা দিতে পারেনি তাদের লিখিত নেওয়া হয়েছে, দেশে ফিরেই তারা টিকিট মূল্য পরিশোধ করবেন।
বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে ঢাকাস্থ বিদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সুরক্ষা নিয়ে মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক হয়। ঐ বৈঠকে উদ্ভূত পরিস্থিতিতে স্পেশাল ফ্লাইটে ঢাকায় থাকা আমেরিকানদের ফেরানোর কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন