শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নগরবাসীর সেবায় চসিক কাউন্সিলরদের নিয়োজিত রাখার আহ্বান

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ৭:৫৯ পিএম

করোনাভাইরাস প্রতিরোধে কাউন্সিলরদের নিবিড়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ সোমবার চসিক কনফারেন্স হলে বিভিন্ন ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের সাথে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় নিয়ে পৃথক পৃথক বৈঠকে মেয়র এ আহ্বান জানান।
মেয়র নাছির যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক ও সচেতন করতে হবে। এ দুর্যোগকে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ও মুনাফালোভী সিন্ডিকেট নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে দিয়ে অমানবিক আচরণ করছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে শাস্তির আওতায় আনতে হবে।
মেয়র করোনার ব্যাপারে মানুষকে সচেতন করতে কাউন্সিলরদের দিক-নির্দেশনা দিয়ে বলেন, এখন দেশের এ মহামারীতে আপনারা যার যার অবস্থান থেকে নগরবাসীর সেবায় নিজেদের নিয়োজিত রাখুন। মেয়র এ দুর্যোগে নি¤œ আয়ের মানুষের খোঁজখবর নেয়ার জন্য কাউন্সিলরদের তাগিদ দিয়ে তাদেরকে সরকার প্রদত্ত চাল যথাযথ বিতরণ ও স্ব স্ব ওয়ার্ডে হোম কোয়ারেন্টাইন মনিটরিংয়ের আহ্বান জানান।
এ সময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব মো. আবু শাহেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন