শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মস্কোয় কঠোর নিষেধাজ্ঞা জারি

দুঃসময়ে দেশত্যাগকারীরা এখন প্রাণের ভয়ে রাশিয়ায় ফিরতে চান : মুখপাত্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ১২:০২ এএম

ইউরোপের শীতপ্রধান অনেক দেশে প্রাণঘাতী করোনাভাইরাস ব্যাপক তান্ডব দেখালেও রাশিয়ায় এর প্রাদুর্ভাব তেমন দেখা যায়নি। কিন্তু এবার রাজধানী মস্কোয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় নগরীর মেয়র সের্গেই সোবিয়ানিন সোমবার থেকে জনসাধারণকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আজ থেকে জররি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়ার বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। সোবিয়ানি বলেন, সকল বয়সের নারী-পুরষকে এই নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। মস্কোর মেয়র একইসঙ্গে করোনাভাইরাসের কারণে বেকার হয়ে পড়া প্রত্যেক ব্যক্তিকে ক্ষতিপ‚রণ হিসেবে মাসে ১৯ হাজার ৫০০ রবেল (প্রায় ২৫০ ডলার) প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এর ফলে দৈনিক বা চুক্তিভিত্তিক কাজ করা যেসব মানুষ তাদের কাজ হারিয়েছেন তারা মাসে বাংলাদেশি মুদ্রায় ২১ হাজারের কিছু বেশি টাকা পাবেন। তবে মস্কোর জীবনযাত্রার ব্যয় অনুযায়ী এই অর্থ যথেষ্ট কিনা তা জানা যায়নি। অপরদিকে, লন্ডন প্রবাসী হাজার হাজার রুশ নাগরিক দেশে ফেরার জন্য আবেদন করেছেন বলে খবর দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেছেন, ব্রিটেনে ব্যাপকভাবে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় সেদেশে বসবাসরত হাজার হাজার রুশ নাগরিক দেশে ফেরার অনুমতি দেয়ার জন্য মস্কোর কাছে আবেদন জানিয়েছে। এসব প্রবাসী রুশ নাগরিকদের বেশিরভাগ রাজনৈতিকভাবে প্রেসিডেন্ট পুতিনের ঘোর বিরোধী। জাখারোভা রোববার এ সম্পর্কে তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, রাশিয়ার হাজার হাজার ধনাঢ্য নাগরিক লন্ডনে করোনাভাইরাসের প্রকোপে বেঘোরে প্রাণ হারানোর ভয়ে এখন পরিবার-পরিজন নিয়ে দেশে ফিরতে চান। প্রেসিডেন্ট পুতিন এখনো তার বিরোধীদের দেশে ফেরার আবেদনের কোনো জবাব দেননি। আরটি, তাস, পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন